দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ দারুণ জয় পেয়েছে টাইগ্রেসরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দেখাতেই জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেটা ছিল মিরপুরে ২০১২ সালে। এরপর টি-টোয়েন্টিতে টানা ১০ ম্যাচ হেরেছেন বাংলাদেশের মেয়েরা। ১১ বছর পর বেনোনিতে আজ বহুল প্রতীক্ষিত জয় পেল বাংলাদেশ। বেনোনিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে টাইগ্রেসদের সংগ্রহ ১৪৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলার মেয়েদের স্পিন ঘূর্ণিতে ১৩৬ রানে থামে স্বাগতিকরা। ফলে ১৩ রানের জয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হারিয়ে ইতিহাস রচনা করেছে বাঘিনীরা।
বাংলাদেশ দলের হয়ে বল হাতে দুর্দান্ত করেছেন স্বর্ণা আক্তার। স্পিন বোলিং এই অলরাউন্ডার ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। শেষে তার একের পর এক ব্রেক থ্রুতে জয় তুলে নেয় বাংলাদেশ। এছাড়া নাহিদা আক্তার, ফাহিমা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নিয়েছেন।