বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন আবারও চালু হচ্ছে দীর্ঘ ১১ বছর পর।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
২০১৩ সালে বিদ্বেষ, গুজব রটানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে দিগন্ত মিডিয়া কর্পোরেশনের মালিকানাধীন দিগন্ত টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ-অভ্যুত্থানে গত ০৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে পাল্টে যায় দেশের সর্বাঙ্গীণ দৃশ্যপট।
পরে গত ০৬ আগস্ট দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা একত্রিত হয়ে নতুন করে চ্যানেলটি চালুর বিষয়ে দাবি জানান। এরই পরিপ্রেক্ষিতে এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চ্যানেলটি সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার করলো।
রুশু//