ভারতের রাজধানী দিল্লিতে একটি কোচিং সেন্টারের বেজমেন্টে ঢুকে পড়া বন্যার পানিতে ডুবে তিন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।
শনিবার (২৭ জুলাই) দিল্লির পশ্চিম অংশের রাজেন্দ্রনগরে ‘রাও আইএএস স্টাডি সেন্টার’ নামের এক কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে। শিক্ষার্থীরা বেজমেন্টে চার ঘণ্টারও বেশি সময় আটকে ছিলেন বলে জানা যায়। পরে দমকল বাহিনীর অভিযানে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ পাওয়া একটি ফোনকলের মাধ্যমে তারা জানতে পারেন, রাজেন্দ্রনগরে একটি কোচিংয়ের বেজমেন্টে শিক্ষার্থীরা আটকে রয়েছেন। পরে তাদের উদ্ধারে দমকল বাহিনীর সদস্যরা পাঁচটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছান বলে জানান ওই কর্মকর্তা।
টানা দুই ঘণ্টারও বেশি দমকল বাহিনীর সদস্যদের অভিযানে প্রথমে দুই নারী শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এরপর আরও কিছুক্ষণ খোঁজের পর আরেক পুরুষ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন তারা।
এ বিষয়ে কেন্দ্রীয় দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, মরদেহগুলোকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আরও কেউ ছিলেন কি-না তা নিশ্চিত হতে এখনও উদ্ধারকাজ চলমান রয়েছে।
এ সময়, বেজমেন্টে এখনও প্রায় ৭ ফুট পানি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেজমেন্ট থেকে পাম্প করে পানি অপসারণ করা হচ্ছে। সকল শিক্ষার্থী ও উৎসুক জনতাকে এখানে না আসার জন্য অনুরোধ করছি আমি।
দিল্লি দমকল বাহিনীর প্রধান অতুল গর্গ অভিযানের বিষয়ে বলেন, বেজমেন্টে এখনও কেউ অবরুদ্ধ হয়ে আছেন কি-না সে আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরই আমরা কাজ শেষ করব।