অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল জানিয়েছেন যে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সহিংসতার জেরে সরকারের পতনের দাবিতে আন্দোলনে তার দুই ছেলে, শাদমান মনোয়ার অমি ও সামির মনোয়ার, অংশ নিয়েছিলেন।
গতকাল শনিবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে এক ভিডিওবার্তায় এমনটা জানান তিনি।
ভিডিওর শুরুতে দেশবাসীকে সালাম দিয়ে ডিপজল বলেন, ❝বিগত কয়েকটা দিন অনেক খারাপ ছিল। এখন ইনশাআল্লাহ ভালো অবস্থায় আছে। ছাত্র-ছাত্রীরা যে যেখানে মারা গেছে, বিষয়টি অনেক বেদনার। আমার দুই ছেলেও আপনাদের পাশে ছিল। আমি বলেছি, তোমরা যাও, কোনো অসুবিধা নাই। যদি মরণ থাকে, থাকবে।❞
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজলের একটি ব্যানার মানুষের নজরে এসেছিল। যেখানে দেখা যায়, হিন্দু সম্প্রদায়ের কোনো এক মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তিনি।
সংখ্যালঘুদের টার্গেট করে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা যেন না হয়, সেটাই চেয়েছেন তিনি।
উল্লেখ্য, আগস্টের ২৩ তারিখে মুক্তি পেতে যাচ্ছে ডিপজলের নতুন সিনেমা ‘অমানুষ হলো মানুষ’।
এমএ//