বর্তমান প্রজন্মের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনগণের তোপের মুখে পড়েছিলেন। এবার নতুন করে বিতর্কে জড়ালেন ভাবনা।
আলো আসবেই নামের আওয়ামী লীগ হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন আলোচনার তুঙ্গে। সেই গ্রুপে সদস্যদের তালিকায় নাম আছে আশনা হাবিব ভাবনারও। সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে শোবিজ জগতের তাদেরকেই এই গ্রুপে অ্যাড করা হয় যারা মূলত আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত অভিনয়শিল্পীদের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করতেন।
আওয়ামী লীগের গ্রুপে যুক্ত থাকার পরও দুই নৌকায় পা দিয়ে ব্যালেন্স করে চলেছেন ভাবনা। ছাত্র আন্দোলনের শহীদ হওয়া আবু সাঈদকে নিয়ে ছবি এঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এবং কষ্ট পাবার অভিনয় করেন। জানান এটি তার দু:খ প্রকাশের ধরন। অন্যদিকে ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত ছিলেন সেই সত্যতা মিলেছে।