আমির খানের মেয়ে ইরা খানের বিয়ে আজ (বুধবার)। নভেম্বর মাসে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারেন ইরা। আর আজ হচ্ছে তাদের বিয়ে। গতকাল ছিলো গায়ে হলুদ।
গতকাল মেয়ে ইরার গায়ে হলুদে সেজেগুজে সাবেক ২ স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকে নিয়ে হাজির হয়েছিলো আমির খান। ক্যামেরায় ধরা পড়েছে আমিরের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের নানা মুহূর্ত। ইরার গায়ে হলুদের ভিডিও ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়েছেন আমির খান। বলিউড অভিনেতাকে নেটিজেনদের সোজা প্রশ্ন, সাবেক ২ স্ত্রী কে নিয়ে এসেছেন, কিন্তু বর্তমান প্রেমিকা ফাতিমা কোথায়? সে কি নিমন্ত্রণ পায়নি?
দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর খবর আসে আমির অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেমে মত্ত। গুঞ্জনে রয়েছে এবার নাকি ফাতিমাকেই বিয়ে করবেন তিনি!