সদ্য মুক্তি পাওয়া ‘সালার’ সিনেমা দিয়ে কাম ব্যাক করেছে ‘বাহুবালি’ খ্যাত প্রভাস। বক্স অফিস কাপাচ্ছে প্রভাসের ‘সালার’। রিতিমতো বক্স অফিসে আয়ের রেকর্ড গড়ছে সিনেমাটি।
ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম এর খবর মতে, গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পওয়া সালার সিনেমাটি শুধু ভারতজুড়ে প্রথমদিনেই ছবিটি আয় করেছে ৯৬ কোটি রুপি। দ্বিতীয় দিনের আয় ৬৩ কোটি। দুদিনে ভারতীয় বক্স অফিসে প্রভাসের এই ছবির আয় দাঁড়িয়েছে ১৫০ কোটির বেশি। এখন পর্যন্ত ছবিটির মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ২৫০ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটির বেশি।
সিনেবোদ্ধারা মনে করেন, প্রায় ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটি মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটির বক্স অফিস কালেকশন ৫০০ কোটি রুপি ছুঁয়ে ফেলতে পারে।