দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবছর দুর্গাপূজার সময়ে ভারতকে ইলিশ সরবরাহ করা হতো, কিন্তু এবার নিষেধাজ্ঞার ফলে ভারতে ইলিশ পৌঁছানোর পথ বন্ধ হয়ে গেছে।
ভারতের পক্ষ থেকে ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। সাধারণত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে ইলিশ ভারতে যায়, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। হাসিনা সরকার ক্ষমতায় না থাকায় এই অনিশ্চয়তার মধ্যে কিছুটা আশার আলো দেখা গেছে। ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন করেছে।
গত পাঁচ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি হয়েছে। গত বছর ১,৩০০ মেট্রিক টন ইলিশ ভারতে গিয়েছিল। তবে এবার কতটা ইলিশ ভারতে যাবে, তা এখনও পরিষ্কার নয়।
অনেকের মতে, অন্তর্বর্তী সরকারের আসার আগে থেকেই বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব দেখা দিয়েছে। এখন দেখা যাক, এই মনোভাব ইলিশ রপ্তানিতেও প্রভাব ফেলবে কিনা।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, দেশের অভ্যন্তরে ইলিশের ঘাটতি থাকায় রপ্তানির অনুমতি দেওয়া সম্ভব নয়। শেখ হাসিনা সরকারের সময়ে পূজার আগে পশ্চিমবঙ্গের বাজারে প্রচুর পদ্মার ইলিশ পাঠানো হলেও এবার সেই সুযোগ নেই। এর ফলে দুর্গাপূজার আগে ভারতে ইলিশের অভাব এবং দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কলকাতার বাঙালিরা এই সময় খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করে, কিন্তু এবার তা পাওয়া যাবে কিনা তা অনিশ্চিত।