২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি।
সেই সাগর-রুনির পুত্র মেঘ এখন আসন্ন বিপিএলে দুর্দান্ত ঢাকার জার্সির ডিজাইনার। গত বছর ‘ও’ লেভেল শেষ করা মেঘ ক্রিকেটের সঙ্গেও যুক্ত। ক্রিকেটের পাশাপাশি ডিজাইনের দিকেও চোখ আছে তার।
১৭ই জানুয়ারি রাতে দুর্দান্ত ঢাকা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ মেঘের ডিজাইনের কথা নিশ্চিত করে।
গতকাল ট্রফি উন্মোচনের সময়ে দেখা গিয়েছিল জার্সির ঝলক। জার্সিতে ছিল গাঢ় নেভি ব্লুসহ কিছু রঙের ভিন্ন ভিন্ন শেড। সঙ্গে সোনালী এবং নীল রঙকেও সংযুক্ত করা হয়েছে। একপাশে স্বপ্নের পদ্মা সেতুকে ফুটিয়ে তোলা হয়েছে। বিপিএলের এবারের থিমের সঙ্গে মিল রেখে হাতের দিকে আছে নকশাও।