ইনিংসের একদম শেষ দিকে এসে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।
একে একে রোস্টন চেজ, খুশদিল শাহ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়েছেন এই পেসার।
গত শুক্রবার মাঠে গড়ানো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনেই হ্যাটট্রিক করেছেন শরিফুল।
এর আগে শরিফুলকে নিয়ে মোট চার বাংলাদেশি বিপিএলে হ্যাটট্রিক করতে সক্ষম হন। ২০১৫ সালে পেসার আল আমিন হোসেনের হাত ধরে এর শুরুটা হয়েছিল।২০১৯ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেন স্পিনার আলিস আল ইসলাম।
২০২২ সালে ষষ্ঠ হ্যাটট্রিকটি করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মৃত্যুঞ্জয় চৌধুরী।