গত দুসপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৮৫টি অস্ত্র উদ্ধার এবং ৮৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র্যাব ৪ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু করে।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১১টি রিভলবার, ৫৬টি পিস্তল, ১১টি রাইফেল, ২৫টি শটগান, পাঁচটি পাইপগান, ২০টি শুটার গান, ১৩টি এলজি, ২৫টি বন্দুক, একটি একে-৪৭, দুটি গ্যাসগান, একটি চায়নিজ রাইফেল, তিনটি এয়ারগান, দুটি থ্রি কোয়ার্টার, ২টি টিয়ার গ্যাস লঞ্চার, চারটি এসএমজি ও চারটি এসএমএল।
আরএস