নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কমছে না পানি। এখনও তলিয়ে আছে পথঘাট। ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রে আছে মানুষ। তবে খাবার সংকট রয়েছে। বিশেষ করে দুর্গম গ্রামীণ এলাকা যেখানে নৌকা ছাড়া যোগাযোগ করা যায় না সেখানে কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি।
এলাকাবাসীর দাবি যারা ত্রাণ দিতে আসছেন, তারা ভেতরের দিকে না এসে যেসব জায়গায় সহজে পৌঁছানো যায় সেসব এলাকায় ত্রাণ দিচ্ছে।
এছাড়াও, সাগরে জোয়ার থাকার ফলে হাতিয়ার মেঘনা নদীর বুকে জেগে থাকা ঘাসিয়ার চর, নিঝুম দ্বীপ, ঢাল চরসহ প্রায় সবগুলো চর হাঁটু বা কোমর সমান পানিতে তলিয়ে গেছে।
বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রকট আকার ধারণ করেছে জেলাটিতে।