আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার-উজ-জামান এসব কথা বলেন বলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থাটি।
ওয়াকার-উজ-জামান বলেন, বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ আন্দোলনের অগ্রদূত ড. ইউনূস দেশের ১৭ কোটি জনগণের জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন।
সেনাপ্রধান যোগ করেন:
“যা কিছুই হোক না কেন, আমি প্রধান উপদেষ্টার পাশে আছি— থাকব। যেন তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। আমি আশা করি, আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হবে।”
পাশাপাশি, সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দেন তিনি।
আরএস