সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসাবে ঘোষনা করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল দেবহাটা বলফিল্ড ময়দানে এই ঘোষনা দেন ।
তিনি বলেন, দেবহাটা উপজেলায় ১৮ বছরের নিচে ৩৩২১ জন মেয়ে ও ৪৩৫৮ জন ছেলে রয়েছে। এখানে বাল্যবিবাহের হার ৫৩ শতাংশ। এটিকে কমিয়ে শূন্যের কোঠায় আনতে হবে।
বেসরকারি সংস্থা সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বাল্যবিবাহ বন্ধে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর মিস্টার রাজু উইলিয়াম রোজারিও, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি মো: ইদ্রিস হোসেন সহ দেবহাটার সর্বস্তরের জনগন ও শিক্ষার্থীবৃন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ না হলে কখনোই সুস্থ জাতি তৈরী করা সম্ভব নয়। এর ফলে পারিবারিক ও সামাজিক সমস্যা দেখা যায়। অপুষ্ট শিশুর জন্ম হয়। সন্তান জন্ম দিতে গিয়ে কমবয়সী অনেক মা’কেই মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। এছাড়া কম বয়সে বিবাহের ফলে মেয়েরা তাদের ন্যায্য অধিকার থেখে বঞ্চিত হচ্ছে। তারা লেখাপড়া, চাকুরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। বাল্যবিবাহ বন্ধে সবখানেই যুব ইয়ুথ ফোরাম সহ বিভিন্ন সংগঠন ও ভলান্টিয়াররা কাজ করছে। খবর পেলেই তারা আমাদের জানাচ্ছে। এটি ভালো দিক। সরকার বাল্যবিবাহ বন্ধে কঠোর আইন তৈরী করেছে। আমরা সেটির যথাযথ প্রয়োগ করার চেষ্টা করছি। আশা করি অতিদ্রুত সমগ্র জেলা বাল্যবিবাহ মুক্ত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, যুব ফোরামের সভাপতি তানিয়া সুলতানা, ইয়ুথ ভিজিলেন্ট গ্রুপের আসাদুজ্জামান, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ইমাম মো: সিরাজুল ইসলাম, গ্রাম উন্নয়ন কমিটির সেক্রেটারি মো: ফিরোজ হোসেন, ফুলি সরকার প্রমুখ।
রয়//বিএন