অভিনেত্রী তাসনিয়া ফারিণের কলকাতার একটি সিনেমায় দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল, যা নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় এই বছরের নভেম্বর মাসে কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে, শেষ পর্যন্ত সিনেমাটিতে আর থাকছেন না ফারিণ।
এ বিষয়ে ফারিণ বলেন, “বিভিন্ন অনিশ্চয়তার কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছি। আপাতত সিনেমাটিও হচ্ছে না।”
তিনি আরও জানান, “বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেতে কিছু জটিলতা দেখা দিয়েছে, যা বর্তমানে বিদ্যমান পরিস্থিতির কারণে তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে ভিসা না পেলে নভেম্বর মাসে শুটিং শুরু করা সম্ভব হবে না। তাই সিনেমাটিতে কাজ করা হচ্ছে না।”
এর আগে ফারিণের কলকাতার আরেকটি সিনেমা ‘পাত্রী চাই’-এ কাজ করার কথা ছিল, কিন্তু সেটিও গত বছর বাতিল হয়। পরপর দুটি সিনেমায় কাজ বাতিল হওয়াকে ফারিণ কাকতালীয় বলে উল্লেখ করেছেন।