জনপ্রশাসন সংস্কার কমিশন ঢাকার ওপর চাপ কমাতে দেশের চারটি পুরাতন বিভাগের সীমানা পৃথক করে চারটি প্রদেশ গঠন করার প্রস্তাব দিয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ হিসেবে গঠনের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে একটি গ্রেটার সিটি ঢাকা ক্যাপিটাল সিটি গঠন করার পরামর্শ দিয়েছে। এছাড়া, ইমিগ্রেশনের জন্য পুলিশের একটি বিশেষ ইউনিট গঠনের এবং তিনটি পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে।
বিচার বিভাগীয় সংস্কারের বিষয়ে কমিশন জানিয়েছে, বিচার বিভাগ কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না, তাই কমিশন এটির পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে। তারা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস নিয়োগের এবং একটি স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠনের সুপারিশ করেছে, কারণ পুলিশী তদন্ত অনেক সময় রাজনৈতিক প্রভাবিত হয়ে থাকে।
এছাড়া, ম্যাজিস্ট্রেট কোর্টকে উপজেলা পর্যায়ে সম্প্রসারণ এবং বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর।