ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ হলো আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষ্যে অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই কর্মসূচী পালন করছে। মিছিল নিয়ে বিভন্ন সড়ক প্রদক্ষিণ করছে ছাত্র-জনতা।
এদিকে, বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে ‘শহীদী মার্চ’ শুরু হয়। মিছিলটি রাজু ভাষ্কর্য, নীলক্ষেত, সায়েন্সল্যাব, কলাবাগান, সংসদ ভবন, কার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
রাজধানী ছাড়াও দেশের বেশ কয়েকটি জেলায় পালিত হচ্ছে এই কর্মসূচী।