দেশের মাটিতে পা রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় পঅন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।
এর আগে, বুধবার সন্ধ্যার দিকে (বাংলাদেশ সময়) দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। অবশেষে আজ ২টা ১০ মিনিটে রাজধানীর মাটিতে পা রাখেন তিনি।
তার থাকার জন্য আগে থেকেই প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘ যমুনা ‘