আগে আওয়ামী লীগ করলেও এখন আরেকটি নব্য দখলদার দেশে লুটপাট-নৈরাজ্য করছে বলে অভিযোগ করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (২ সেপ্টেম্বর) গণ-অধিকার পরিষদ নিবন্ধন পাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
নুর বলেন, গণ-অধিকার পরিষদকে নিবন্ধন না দেয়ার জন্য বিভিন্ন অজুহাত দেখিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন দেয়ায় জনগণের বিজয় হয়েছে। গণ-অধিকার পরিষদ মানুষের কল্যাণে কাজ করে যাবে।
সাবেক এ ঢাকসু ভিপি বলেন, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বীজ বুনেছিল গণ-অধিকার পরিষদ আরও আগেই।
তিনি বলেন, দেশে এখন লুটপাট, নৈরাজ্য করছে আরেকটি নব্য দখলদার। আগে এসব করত আওয়ামী লীগ।
নুর বলেন, প্রশাসন, ব্যবসায়ী যাদের অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঢালাওভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না।
প্রতিবেশীর সঙ্গে বৈরী পরিবেশ থাকলে দুদেশেরই ক্ষতি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত পুতুল রাষ্ট্র করেছিল আওয়ামী লীগ। উভয় দেশের মধ্যে সৌহার্দপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, সেটাই চাই। ভারতের দাদাগিরি আর মানা হবে না।
গণ-অধিকার পরিষদ নতুনদের দল হবে জানিয়ে নুর বলেন, দু-একজন মানুষের কর্মকাণ্ডের জন্য গণ-অধিকার পরিষদকে বিভক্ত বলা যাবে না।