বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলতে দেশে পা রেখেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল তারকা দেওয়ান হামজা চৌধুরী।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট বিমানবন্দরে অবতরণ করেন। এখন থেকে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামবেন।
হামজার আগমনের খবরে তার পৈতৃক গ্রাম হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। তাকে স্বাগত জানাতে পুরো গ্রাম সজ্জিত হয়েছে তোরণ, ব্যানার ও ফেস্টুনে। স্থানীয় বাসিন্দারা এক নজর তাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন।
হামজা চৌধুরীর শিকড় বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। তার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরী। তবে তিনি জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডের লাফবোরো শহরে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেললেও ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।
বাংলাদেশে তার আগমন দেশের ফুটবলে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।