নিউজ ডেস্ক
দেশে ফিরেছেন লিবিয়ায় আটক ১৪৩ বাংলাদেশি। তারা অবৈধ অভিবাসনের দায়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বুরাক এয়ারের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরে আসার পর প্রত্যেক বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা করে দেয়া হয়েছে। নিজ এলাকায় ফিরে প্রতিবেশী ও আত্মীয়দের কাছে লিবিয়ায় আটক থাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরতে তাদের উদ্বুদ্ধ করেন কর্মকর্তারা।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস জানিয়েছে, ১৪৩ জনকে নিয়ে আইওএমের ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে পাঠানো হয়েছে। আগামী ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর দুইটি ফ্লাইটে যথাক্রমে ত্রিপলী এবং বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক আরও ৩২০ জন বাংলাদেশিকে দেশে প্রেরণ করা হবে।