চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দ্বিতীয়বারের মতো সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পাকিস্তান। সোমবার (৫ মে) দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানায়, ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাদের যুদ্ধ সক্ষমতা যাচাই, উন্নত নেভিগেশন সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা এবং প্রযুক্তিগত সামর্থ্য পরখ করা। এই মহড়ায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এমন এক সময় ঘটল যখন জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলে। এরই জবাবে পাকিস্তান জানায়, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে, ভারত সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় কড়া বার্তা দিয়েছেন, যারা হামলায় জড়িত তাদের ‘কল্পনাতীত’ শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারত-পাকিস্তান সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন।