রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আব্দুর রহমান মাহমুদ বলেন, “আমরা যে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এর উৎপত্তি হলো শহিদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। মাননীয় প্রধান উপদেষ্টা এসেও এখানে বলে গেছেন এই বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। অনেক বড় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ভিসি নিয়োগ দেওয়া হয়ে গেছে। আমরা এর জন্য সাধুবাদ জানাই৷ একটা বিশ্ববিদ্যালয় চলতে হলে ভাইস চ্যান্সেলর দরকার। একজন যোগ্য ব্যক্তি দরকার। আমরা কোনো চাটুকারকে চাই না। আমাদের দাবি, এখানে অতি দ্রুত একজন ভিসি নিয়োগ পেয়ে দ্রুত এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেনিক কার্যক্রম শুরু করে দিবেন এটাই আমার চাওয়া।”
এ সময়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।