রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ( রাবি) শতভাগ আবাসিকতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
রবিবার (১৮মে)দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানান তারা। তা দ্রুত বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় ও আইন বিভাগের শিক্ষার্থী আকিল বিন তালিব বলেন, ৫ আগস্টের পরে একটা যৌক্তিক দাবি ছিলো রাকসু, যেটা জুলাই আন্দোলনের একটা অন্যতম দাবি ছিলো। এই দাবি উপেক্ষা করে প্রশাসন নির্লজ্জের মতো চেয়ারগুলোতে বসে আছে৷ তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেও আজ পর্যন্ত রোডম্যাপের তারিখ অনুযায়ী কোনোকিছুই বাস্তবায়িত হয় নাই।
তিনি বলেন, আমাদের কে বিরক্ত বিংবা বাধ্য করবেন না। আমরা যদি বাধ্য হই তাহলে আপনারা এই বাংলার মধ্যে মাটি থেকে পালানাের জায়গা পাবেন না৷ বিশ্বাসঘাতকতার কাতার থেকে শিক্ষার্থীদের কাতারে আসেন৷
আরে সমন্বয়ক মেহেদী সজিব বলেন, জুলাই আগস্টের বিপ্লব যে ৯টি দফার উপর ভিত্তি করে হয়েছিল তার অন্যতম একটি ছিলো প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করা। রাকসু নির্বাচন নিয়ে এই প্রশাসন প্রথম দিকে যে তৎপর ছিল, নির্বাচন কমিশন গঠনের পর তা অনেকটাই কমে গেছে ।
তিনি বলেন, নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের থাকলেও গত এক মাসে তারা একটা মিটিং কার্যকর করতে পারেনি। নির্বাচনের প্রাথমিক কার্যক্রম যে কমিশন করতে পারেনা সে কমিশন আগামী জুন মাসে কিভাবে নির্বাচন আয়োজন করবে। এই কমিটি একটা অথর্ব কমিটি।
মানববন্ধনে সাবেক সমন্বয়কসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাকসু পথনকশা অনুযায়ী ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল ভোটার তালিকা সম্পর্কে আপত্তি, ১৩মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৫মে মনোয়নপত্র বিতরণ, ১৯মে মনোনয়নপত্র দাখিল, ২০মে মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই, ২২মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৫মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে ভোটগ্রহণের কথা ছিলো।