পুলিশপ্রধানের বাসায় আয়োজিত এক পার্টিতে ধর্ষণের শিকার হয়েছেন ১৭ বছর বয়সী এক কিশোরী, আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের আউয়ারে কাউন্টিতে এই ঘটনা ঘটেছে।
জন্মদিন একটি পার্টিতে সবাই মদ ও মাদক গ্রহণ করেছেন বলে পুলিশের প্রতিবেদনে উঠে আসে। ভুক্তভোগী সেই কিশোরী অতিরিক্ত মদপান করে জ্ঞান হারিয়ে ফেললে তাকে ধর্ষণ করে পুলিশপ্রধানের ছেলে।
আউয়ারে কাউন্টি প্লেইনডিলার নামক সাপ্তাহিক একটি পত্রিকায় এ ঘটনার খবরটি প্রকাশিত হয়। সেই সংবাদ যাতে মানুষের কাছে না পৌঁছায় তাই পত্রিকাটির সব কপি চুরি করে সংশ্লিষ্ট দুর্বৃত্তরা।
পত্রিকাটির মালিক ও প্রকাশক মাইক উইগিন্স এ ঘটনার শেষ দেখে ছাড়বেন বলে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছিলেন।
তিনি বলেন, ‘আপনি যদি আমাদের চুপ করিয়ে দিতে বা ভয় দেখাবেন বলে আশা করেন, তাহলে আপনি নিদারুণ ব্যর্থ হয়েছেন। কে এই অপকর্ম করেছে, আমরা খুঁজে বের করব। এ খবর নিয়ে আরও কপি ছাপা হবে।’