রাজধানীর ধানমন্ডির আবাহনি মাঠ সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এই হামলার ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিক্সা চালাতে বাধা দেয়। মূল সড়কে অটো রিকশা চলাচলে বাধা দেওয়ায় চালকরা খুদ্ধ হয়ে ট্রাফিক পুলিশ বক্সে আঘাত করে। পুলিশ বক্সের কিছু কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় স্থানীয় জনতার সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। একজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।