ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ ৪ জন আটক হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি চাঁন মিয়া বলেন:
“সোমবার সকাল ছয়টা নাগাদ ধোবাউড়া সীমান্ত থেকে একটি প্রাইভেট কারসহ চারজনকে আটক করেন স্থানীয়রা। সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ছাড়া আটক অন্য দুই ব্যক্তি হলেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম। তাঁরা ধোবাউড়া-পূর্বধলা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। বর্তমানে তাঁরা থানা-পুলিশের হেফাজতে আছেন।”
আরএস