নওগাঁয় ইসলামী আন্দোলন বাংলাদেশ মান্দা উপজেলা শাখার গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলার মান্দা ফেরিঘাট বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাওলানা মহসিন আলীর সভাপতিত্বে এবং মাওলানা সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েব আল্লামা আব্দুল হক আজাদ।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাস্টার আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার সিনিয়র সদস্য মাওলানা জামাল উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলামসহ জেলা, উপজেলার নেত্রীবৃন্দ।