ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী “ছাত্র সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাক বাংলো মাঠে ইসলামী ছাত্র আন্দোলন মহাদেবপুর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আহমাদ শাফী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহম্মদ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর শাখার সভাপতি হাফেজ মো. আজাদ হোসেনসহ জেলা, থানা ও ইউনিয়নের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা মুহাম্মদ নাজমুল ইসলাম বলেন, দেশে নির্বাচন যথাসময়ে হবে কিন্তু তার আগে মানুষের ক্ষতি হয়ে এমন সংবিধানকে কবর দিয়ে নতুন সংবিধান প্রনয়ণ করতে হবে।
বক্তব্য শেষে প্রধান অতিথি আহমাদ শাফী
ইসলামি আন্দোলন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন।
রনক/আরএ//