নওগাঁর মান্দায় ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি। রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার পাজরভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পাজরভাঙ্গা গ্রামের মো. কাদের প্রামাণিকের ছেলে মো. মামুনুর রশিদ বাবু (২৬)এবং একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. আতাউর রহমান।
নওগাঁ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাজরভাঙ্গা গ্রামে ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। সেসময় ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।