নওগাঁয় পলিথিনমুক্ত ও দূষণমুক্ত পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে শহরের মুক্তির মোড় সড়কে এ্যারোমা ইয়ূথ ওমেন অর্গানাইজেশনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় এ্যারোমা ইয়ূথ ওমেন অর্গানাইজেশনের সংগঠনটির সভাপতি ফাতেমা আক্তার সাবানার সভাপতিত্বে উদ্যোক্তা জান্নাতুন ফেরদৌস লতা, শাহনাজ পারভীন, অনামিকাসহ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রায় শতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদফতরের সক্রিয় ভূমিকা পালন ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারকারীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করার দাবি করেন তারা।