নওগাঁর বদলগাছিতে ফসলের ক্ষেত থেকে ফয়জুল (৫০) নামের গুড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফয়জুল উপজেলার বালুভরা ইউনিয়নের ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ফয়জুল বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল রাতে খসলি মোড়ে চা খেয়ে আনুমানিক ৯ টার দিকে বাড়ি ফেয়ার উদ্দেশ্যে রওনা হন কিন্ত রাতে সে বাড়ি ফিরেনি।সকালে ওই এলাকার একজন কৃষক পটল ক্ষেতে আসলে জমিতে ফয়জুলের মরদেহ পরে থাকতে দেখতে পেয়ে স্থানীয়দের জানানলে তৎক্ষণাৎ থানায় খবর দেওয়া হয়।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এলাকাবাসীর মাধ্যমে নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আমরা মৃত্যুর সঠিক খবর জানতে পারবো। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।