নওগাঁর বদলগাছীতে অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৫। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য পাওয়া যায়।
আটককৃতরা হলেন, ধামইরহাট উপজেলার রাখালঘাট গ্রামের ভুট্টু মন্ডলের ছেলে ফাইজুল ইসলাম এবং একই গ্রামের মৃত মুনির মন্ডলের ছেলে বাবলু মন্ডল।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কাস্টগাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব ৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, র্যাবের গোয়েন্দা দল বেশ কিছুদিন থেকে মাদক ব্যবসায়ী ফাইজুল এবং বাবলুর কার্যকলাপ পর্যবেক্ষণ করে আসছিলো। ফাইজুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বাবলুর মাধ্যমে নওগাঁর বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করতো।
আটককৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা করে নওগাঁয় আদালতে পাঠানো হয়েছে।
রনক/আরএ//