নওগাঁ পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম (৬৫) ও তার দুই জামাতার ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ আগষ্ট) রাত ৯ টার সময় উপজেলার চকপ্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে। সে সময় সিরাজুল ও তার দুই জামাতা গুরুতর আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে চকপ্রসাদ স্কুল মাঠে গ্রামের শান্তি রক্ষায় এলাকার বিএনপি ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম একটা বৈঠকের ব্যবস্থা করে। সেখানে এলাকার লোকজন সহ সিরাজুল সে বৈঠক শুরু করলে অত্র এলাকার কিছু সুবিধাবাদী আওয়ামীলীগ ও বিএনপি পন্থী কাডারদের সেখানে না ডাকার কারনে বৈঠকে গিয়ে সিরাজুলকে হামলা করে।
এরপর আহতের খবরে সিরাজুলের দুই জামাতা হাসান (৪০) ও শুভ (২৮) এগিয়ে আসলে তাদের উপরও হামলা করলে তারাও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসারত অবস্থায় ছোট জামাতা শুভর অবস্থা আশঙ্কাজনক হলে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, এলাকার শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা এলাকার সাধারণ মানুষদের নিয়ে বৈঠক শুরু করলে এলাকার আফসারের ছেলে বুলবুল, নূর মোহাম্মদের ছেলে শাহিদুল ইদলাম মোল্লা, জসিমউদদীনের ছেলে মোতাহার হোসেন, শাহিদুলের ছেলে তানজিম, কছির শাহের ছেলে ইয়াছিন শাহ, গিয়াস উদ্দিন মোল্লার ছেলে বজলুর রশীদসহ ১৫ জন মিলে আমার উপর হামলা করে। খবর পেয়ে আমার জামাতারা এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে তাদের গুরুতর আহত করে।
নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, সিরাজুল আহত হয়েছে। তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
রনক/এমএ//