নওগাঁর ধামইরহাটে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে কলেজ ছাত্র মাছুম হোসেন (১৭) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাছুম উপজেলার চকচন্ডি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। সে ধামইরহাট সরকারি এম এম কলেজের মানবিক বিভাগের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক অসচ্ছলতার কারণে সে পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করতেন। অইদিন সে ধামইরহাট পৌরসভার হাটখোলা এলাকায় এক ভবনের নির্মাণ কাজে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতায় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাৎক্ষণিকভাবে ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসারত অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, মাছুম ছিল একজন মেধাবী ও পরিশ্রমী ছাত্র। সে পরিবারের ছোট ছেলে এবং তার পরিবারের অর্থনৈতিক সহায়তায় অংশ নিতে রাজমিস্ত্রির কাজ করতেন। পড়াশোনার পাশাপাশি সংসারের দায়িত্ব ভাগাভাগি করতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি নেমে এসেছে। মাছুমের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাহাউদ্দীন ফারুকী।
আরিফুল ইসলাম রনক