নওগাঁ শহরের মসলাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ রুপম কুমার নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়।
আটককৃত রুপম কুমার মহাদেবপুর উপজেলার জোতহরি গ্রামের নিবারণ চন্দ্র বর্মনের ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নওগাঁর শহরের মসলাপট্টি এলাকার পুরাতন মাছ বাজারের কাজী মার্কেটের তৃতীয় তলায় ভাড়া করা গোডাউনে অভিযান চালিয়ে ৫৫৩ কেজি ৭০০ গ্রাম অবৈধ বিস্ফোরকসহ রোপমকে হাতেনাতে গ্রেফতার করে এবং তার সহযোগী নওগাঁ সদর উপজেলার খাস-নওগাঁ গ্রামের মৃত শামছুল হকের ছেলে সালাউদ্দিন বিহারী পালিয়ে যায়।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, রোপম ও সালাউদ্দিন দীর্ঘদিন ধরে নওগাঁসহ আশপাশের জেলায় অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ ও বিক্রির সাথে জড়িত ছিল। তারা দুজন সিলেট ও শায়েস্তাগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে চা পাতা নিয়ে আসার নামে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করত এবং পরে তা বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারি বিক্রি করত।
গ্রেফতারকৃত রোপমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।