নওগাঁয় মাদক মামলায় দুইজন আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ আগষ্ট) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় দেন। রায়ের সময় আসামীরা এজলাসে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গড়াইপাড়া এলাকার মোস্তাজ আলীর ছেলে লিটন মিয়া (৩৮) ও চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪২)।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, গত ২০২৩ সালের ১৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চাপাইনবাবগঞ্জ থেকে নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকের চালান যাচ্ছে। সেই রাতে র্যাব-৫ এর একটি দল পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা- ছাতলতলা সড়কের ছাতলতলা ব্রিজ এলাকায় অবস্থান নেয় এবং রাত সাড়ে ১১টার দিকে সাপাহার থেকে আসা একটি ট্রাক্টরের টুল বক্সে তল্লাশী চালিয়ে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। সে সময় ট্রাক্টরের ড্রাইভার লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করে পত্নীতলায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
মাদক মামলায় ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষী প্রদান করেন। উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষে ওই দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।
রায়ের মাধ্যমে আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করে আসামিপক্ষের আইনজীবী কৌশিক কুমার দাস বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো এবং আমরা আশা রাখছি উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাবো।
রনক/এমএ//