‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় সাত দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নওজোয়ান মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রাণী রায় এ মেলার উদ্বোধন করেন।
নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান। অন্যদের মধ্যে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা বন কর্মকর্তা সাদেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে শহরের প্রাইমারী ট্রিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। মেলায় ৩০ টি স্টল রয়েছে এবং ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে।