নওগাঁ জেলায় নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ৪ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় নবাগত পুলিশ কুতুব উদ্দিন জেলাকে মাদক ও চাঁদাবাজমুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান ও আহসানুজ্জামান, নওগাঁ সদর থানার ওসি জাহিদুল হক প্রমুখ।