নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলার শান্তি শৃংখলা ও রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অভিযোগ নিয়ে এসে সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মো. আলমগীর কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে কেডির মোড় জেলা বিএনপির দলিল কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে বলেন, আলমগীর কবির বিএনপির কেউ নয়। বিএনপিতে তার কোন সাধারন সদস্য পদও নেই। গত ৫ আগষ্টের পর থেকে রানীনগর ও আত্রাই এলাকায় বিএনপির ব্যানার ব্যবহার করে বিভিন্ন স্থানে গণসংযোগ করে বিএনপির দুঃসময়ে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বিরুদ্ধে কুরুচীপূর্ন বক্তব্য প্রদান করে জনগণকে বিক্ষুব্ধ করে তুলছেন।
তিনি আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছরে তিনি বিএনপি অথবা জিয়া পরিবারের পাশে ছিলেন না বরং এসব কিছু চক্রান্তকারীদের জন্য দেশে ১/১১ সৃষ্টি হয়েছিল। সাবেক দেশনেত্রী বেগম খারেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলার শিকারও হতে হয়েছে। আলমগীর কবির জিয়া পরিবারের সাথে বেঈমানী করে এলাকায় জাতীয় বেঈমান হিসেবে পরিচিতি পেয়েছেন।
বিগত সাড়ে ১৫ বছরে আলমগীর কবির বা তার পরিবারের কেউ বিএনপির আন্দোলন সংগ্রামের সাথে কোন সম্পর্ক রাখেনি। এমন কি বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা, খুন ও গুম হওয়া কোন নেতা কর্মী এবং তাদের পরিবারের সাথে কোন রকম সহযোগিতা অথবা কোন প্রকার খোঁজ খবর নেয় নাই। ফলে তিনি বা তার পরিবারের কোন সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক কোন মামলা হয়নি।
“আলমগীর কবির এলাকায় বিএনপির নাম ব্যবহার করে যেভাবে জনসংযোগ শুরু করেছেন এর ফলে যে কোন সময় এলাকায় বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এমন ঘটনা ঘটলে সকল দায় দায়িত্ব তাকে নিতে হবে। এলাকার জনগনকে এই ব্যক্তি থেকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।”
সেসময় জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আযম রানা, শেখ রেজাউল ইসলঅম রেজু, রানীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল ফারুক জেমস, রানীননগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন, কুষক দলের আহবায়ক মোমিনুল ইসলাম চঞ্চল, জেলা বিএনপির সদস্য ড. মিজানুর রহমান শাহ, আজিজুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ আজিজ জাহান দিপু, নুরুন্নবী সাজা, বকতারপুর ইউপি চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আরএ//