নওগাঁর আত্রাইয়ে গোয়েন্দা পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০০পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (৩০এপ্রিল ) রাত সাড়ে ৭ টার সময় উপজেলার নন্দনালি ও বান্দাইখাড়া বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নন্দনালি গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে মো. সোহেল রানা (৪৩) ও দিঘা গ্রামেত খলিল সরদারের ছেলে মো. শিমুল হোসেন (২৭)।
অভিযানের সময় তারা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ সদস্যরা তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের কর্মকর্তা জানান, অভিযুক্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আত্রাই থানায় মামলা দায়ের করা হয়েছে।


