আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের নির্বাচনের কার্যক্রম বাতিল করা হয়েছে। বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় আরপিও অনুযায়ী আসনটিতে ভোট হবে না। শুক্রবার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক, যার প্রতীক ছিল ঈগল। তিনি ভোর ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
এই আসনে সাধারণ নির্বাচনের আবার তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ‘আসনটিতে বর্তমানে বৈধ প্রার্থীদের প্রার্থিতা থাকবে। তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। পুনরায় তফশিল হলে নতুন করে অন্যরা মনোনয়নপত্র দাখিল করতে পারবে। এই আসনে কবে ভোট হবে সে বিষয়ে পরবর্তী সময়ে কমিশন সিদ্ধান্ত দেবে।’আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদের ২৯৯ আসনে ভোট গ্রহণ হবে।