মোছাঃ জান্নাতুল ফেরদৌস
বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে আরও ১০০ একর জমি ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আজ ১৫ মে ( বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটির সভায় আরও ১০০ একর জমি ক্রয়ের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিধি বাড়িয়ে শিক্ষার্থীদের একাডেমিক সুযোগ-সুবিধা উন্নয়নের লক্ষ্যে এই জমি ক্রয়ের পরিকল্পনাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।
এছাড়া সভায় আরও চারটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে রয়েছে—
১. সীমানা প্রাচীর ঘিরে সাইকেল লেন, পথচারীদের জন্য ফুটপাত এবং পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন।
২. অতি দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার ও আধুনিকীকরণ।
৩. টিএসসি (টিচার্স-স্টুডেন্টস সেন্টার) ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা।
৪. অভ্যন্তরীণ সকল সড়ক প্রশস্ত করে যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ, পরিবেশবান্ধব ও প্রযুক্তি-সমৃদ্ধ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রমে আরও উৎসাহ যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।