বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটার যৌক্তিক সংস্কার ও সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার বিচার না হওয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) ফেসবুক পোস্টের মাধ্যমে এমন ঘোষণা দেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ইতোমধ্যেই সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ইইই, সিএসই, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, পাব্লিক এডমিনিস্ট্রেশন, পপুলেশন সায়েন্স, একাউন্টিং, সংগীত, দর্শন, নৃবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাঙ্কিং সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
ক্লাস পরীক্ষা বর্জন ছাড়াও শিক্ষার্থীরা তাদের ফেসবুক পোস্টের ঘোষণায় আরো বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো কিংবা সমর্থনকারী কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তাদের আপোষহীন মনোভাব বজায় রক্ষাকারীদের সাথে সকল প্রকার সহাবস্থানে তারা অনিচ্ছুক এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাকে ব্যাচের সকল ধরনের কাজ থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব।’