মোছা: জান্নাতুল ফেরদৌস, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
২৫ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পূর্ব মুহূর্ত থেকে শুরু করে পুরো পরীক্ষাকালীন সময়জুড়ে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেছে রোভার স্কাউট, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরীক্ষার্থীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও শিক্ষার্থীবান্ধব রাজনৈতিক সংগঠনসমূহ।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর ড. মাহবুবুর রহমান, জিএসটি প্রতিনিধি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমি নিজে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছি। মোট ৯০৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৯৭-৯৮ শতাংশ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি, আগামীতে ‘বি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষাগুলোর ক্ষেত্রেও একই পরিবেশ বজায় থাকবে।”