নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স ‘তৃতীয় আন্তর্জাতিক সমাজ ও মানববিদ্যা সম্মেলন’ (3rd International Conference on Humanities and Social Sciences) শিরোনামে অনুষ্ঠিত হবে এ বছরের ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।
দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনের কেন্দ্রবিন্দু মানবিক ও সামাজিক বিজ্ঞান। এই সম্মেলনের জন্য বাংলা ও ইংরেজি উভয় ভাষার প্রায় ২.৫ শতাধিক গবেষণা সারসংক্ষেপ থেকে যাচাই-বাছাই করে প্রায় ১শত গবেষণা সারসংক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে মূল বক্তাদের নাম। তিনজন মূলবক্তা ৩ দেশ থেকে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের প্রধান পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনে সামাজিক বিজ্ঞানে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে থাকছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম (IFES) এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর টানিয়েল বি. তাইসি, পিএইচডি (ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি)। এ ছাড়া কলা ও মানবিক বিষয়ের মূল বক্তা (Keynote Speaker) হিসেবে থাকছেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার ও চারুকলা বিষয়ের মূল বক্তা (Keynote Speaker) হিসেবে থাকছেন ইন্দোনেশিয়ান ইনস্টিটিউট অফ আর্টস (আইএসআই) এর রেক্টর অধ্যাপক ড. আই ওয়ায়ান আদনানা এস.এস.এন.এম.এসএন।
উল্লেখ্য,এ সম্মেলনে দর্শক হিসেবে উপস্থিত থাকতে পারবেন যেকেউ। ১৫ জানুয়ারি ২০২৪ তারিখে শেষ হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রেজিস্ট্রেশন ফি হিসেবে শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা (১৫ ইউএস ডলার) ও প্রফেসনালদের জন্য ১৫০০ টাকা (৩০ ইউএস ডলার) ধরা হয়েছে। কো-অথোরদের আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। তবে তিনজনের বেশি কো-অথোর গ্রহণযোগ্য নয়।
রিভা সুলতানা,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।