দীপিকা পাড়ুকোনের শেষ চারটি মুক্তিপ্রাপ্ত সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। যদিও তার অভিনীত সিনেমাগুলো বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দিয়েছে, দীপিকা তার অভিনয় দক্ষতা দিয়ে সেই সমালোচনাকে পেছনে ফেলেছেন। বলিউডে একটানা এতগুলো সিনেমা হিট হওয়ার রেকর্ড এখন তার ঝুলিতে।
শুধু দেশেই নয়, বিদেশেও বিভিন্ন অনুষ্ঠানে সম্মানিত হচ্ছেন তিনি। সব মিলিয়ে বলা যায়, দীপিকা তার ক্যারিয়ারের শীর্ষ সময়ে রয়েছেন। চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারাবাহিকতা তিনি আরো কয়েক বছর ধরে রাখতে পারবেন। কারণ বর্তমানে তার হাতে রয়েছে দুটি প্রতীক্ষিত সিনেমা—‘সিংহাম এগেইন’ এবং ‘টাইগার ভার্সেস পাঠান’।
এর মধ্যে ‘সিংহাম এগেইন’ আসন্ন ১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু এ নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, দীপিকার সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে। তবে কিছু সমালোচক মনে করছেন, ‘সিংহাম এগেইন’ বাণিজ্যিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ একই দিনে মুক্তি পাচ্ছে আরেক আলোচিত সিনেমা ‘ভুলভুলাইয়া থ্রি’।
যদিও ‘ভুলভুলাইয়া’ সিরিজের প্রথম সিনেমা বক্স অফিসে সফল ছিল, ‘ভুলভুলাইয়া টু’ বাণিজ্যিকভাবে ততটা সফল হয়নি। তবে ভারতীয় চলচ্চিত্র সমালোচকরা মনে করছেন, ‘ভুলভুলাইয়া থ্রি’ ভালো ব্যবসা করবে। এই অবস্থায়, ‘সিংহাম এগেইন’ এবং ‘ভুলভুলাইয়া থ্রি’ মুক্তির দিন একে অপরের সাথে প্রতিযোগিতায় নামবে, যা দর্শকদের মধ্যে বিভাজন ঘটাতে পারে এবং সিনেমাগুলোর আয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এমএ//