জবি প্রতিনিধি
শিক্ষার্থীদের আবাসন সংকটের কথা স্বীকার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, ছাত্রদের জন্য কোন হল না থাকায় আবাসন সংকটে অমানবিক জীবন-যাপন করে তাঁরা। তাদের কথা ভেবে অন্তত আমরা নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছি।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা বারো টায় বিজয় দিবস উপলক্ষ্যে ‘গৌরবদীপ্ত বিজয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মরা বড় ভূমিকা পালন করতে পারে। অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখতে সবাইকে এক হয়ে কাজ করতে পারে। সত্য ইতিহাসকে ধারণ করার মধ্য দিয়ে জবি শিক্ষার্থীদেরও অনেক দায়িত্ব রয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জনাব মফিদুল হক। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয় নির্ভর সাংস্কৃতিক প্রযোজনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপন ঘটে।
মো. জুনায়েত শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়