দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন, যিনি তার গানের মাধ্যমে দেশ, সমাজ, মানুষ ও নানা অসংগতির কথা তুলে ধরেন, তার অনেক গান মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে। শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও দেশের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি নতুন একটি গান লিখেছেন। গানটির শিরোনাম ‘বিজয় উল্লাস’।
এই গানটির কথা ও সুর করেছেন হায়দার হোসেন নিজেই, এবং সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। বৃহস্পতিবার (২২ আগস্ট) অনলাইন টেলিভিশন এমইটিভি-তে গানটি প্রকাশিত হয়েছে। ‘বিজয় উল্লাস’ গানে হায়দার হোসেনের সঙ্গে ডুয়েট করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও মাটি ব্যান্ডের ভোকাল মিরাজ খান।
নতুন গান সম্পর্কে হায়দার হোসেন বলেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন দেশ পেয়েছি। শাসকের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনে আমরা আজ উচ্ছ্বসিত। তবে আমাদের মনে রাখতে হবে, দেশ নিয়ে যে উল্লাস, আনন্দ চলছে, সেই আনন্দকে ধরে রাখতে আমাদের এখনো অনেক কাজ বাকি। ‘বিজয় উল্লাস’ গানটি সেই বার্তাই দেয়। আশা করি, গানটি শুনে সবাই উচ্ছ্বসিত হবেন।’
চার দশকের বেশি সময় ধরে সংগীত জগতে কাজ করছেন হায়দার হোসেন। তবে এই প্রথমবারের মতো ‘বিজয় উল্লাস’ গানে তিনি মিরাজ খানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন।
‘বিজয় উল্লাস’ গানটি সম্পর্কে মিরাজ খান বলেন, ‘হায়দার ভাইয়ের লেখা এই গানটি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তৈরি। তরুণ প্রজন্ম গানটি শুনে উজ্জীবিত হবে। এছাড়া, হায়দার ভাইয়ের অন্য গানের মতো এটিও কালজয়ী গানের তালিকায় স্থান পাবে বলে আমি মনে করি। তার সঙ্গে গাইতে পেরে আমি আনন্দিত।’
‘আমি ফাইসা গেছি’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া হায়দার হোসেন একাধারে গীতিকার, সুরকার, গিটারবাদক ও কী-বোর্ড বাদক। তার গাওয়া ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গানগুলোও সমান জনপ্রিয়।
এমএ//