নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বুধবার (২১ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) জারিকৃত এক প্রজ্ঞাপনে তথ্যটি জানা যায়।
ইসির প্রজ্ঞাপনটিতে বলা হয়, “বাংলাদেশ সর্বোচ্চ আদালতের আওতাধীন উচ্চ আদালতের ১০৯১৭/২০২৩ নম্বর রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত সোমবারের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দি পিপলস অর্ডার ১৯৭২’–এর বিধান মোতাবেক আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান করা হলো। দলটির নিবন্ধন নম্বর হবে ০৫০ এবং তাদের জন্য বরাদ্দকৃত প্রতীক হবে ইগল।”
এর আগে সোমবার (১৯ আগস্ট) অবিলম্বে এবি পার্টিকে নিবন্ধন প্রদানের জন্য ইসিকে নির্দেশ দেন উচ্চ আদালত। দলটির সদস্যসচিব অ্যাডভোকেট তাজুল ইসলামের করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এ রায় প্রদানের দুই দিনের মধ্যে দলটিকে নিবন্ধন দিলো ইসি।
ফলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বর্তমানে গিয়ে ঠেকলো ৪৫-এ। ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নিবন্ধন পাওয়ার চেষ্টা করে আসছিল এবি পার্টি।
আরএস/